অদ্ভুতুড়ে 4:33 AM

খুব সহজেই ফটোশপ একশন তৈরি করে আয় করা যাবে বড় অংকের টাকা।

Photoshop Action অর্থাৎ গ্রাফিক রিভার হট সেলিং আইটেম-"একশন"
Photoshop Action
আমরা অনেকে আমাদের তৈরিকৃত গ্রাফিক রিভারে বিভিন্ন প্রিন্ট ও ওয়েব এলিমেন্ট যথাঃ-  বিজনেস কার্ড, ওয়েব ব্যানার, ফেসবুক টাইমলাইন কভার ইত্যাদি বিক্রি করে আয় করতে পারি প্রচুর পরিমাণ অর্থ।

ঠিক একইভাবে গ্রাফিক রিভারে ফটোশপ একশন তৈরি করেও আয় করা যায় মাসে ২০০ থেকে ১০০ ডলার। কথাটি অবিশ্বাস্য মনে হলেও এটি মোটেও তা নয়। নিম্নে লিংটির উপর ক্লিক করার মাধ্যমে কথাটির

http://graphicriver.net/item/engrave-photoshop-actions-kit/1438626?WT.oss_phrase=&WT.oss_rank=6&WT.z_author=dgbomb&WT.trending=trending&WT.ac=search_thumb

 লিঙ্কটি এখানে

সত্যতা যাচাই করা যাবে। লিংটিতে ক্লিক করলে দেখা যাবে যে, ৪ ডলার প্রাইচ নির্ধারিত একশন্টি বিক্রি হয়েছে ৩৪০৬ বার যা ৫০% ডিসকাউন্টে একশন্টির ডিজাইনার আয় করেছে প্রায় ৭০০০ ডলার তাও মাত্র একটি একশন বান্ডল তৈরি করে।

এরুপ আরেকটি লিংক দেয়া হলো যেখানে এরুপ আরো কিছু বান্ডল আছে যা ১০০ থেকে ৩০০ বার বিক্রি করা হয়েছে।


http://graphicriver.net/search?utf8=%E2%9C%93&term=photoshop+action


 লিঙ্কটি এখানে


এখন আসুন জানি আপনি কি পারবেন এবং ফটোশপ একশন্টি আসলে কি জিনিস

১। আপনার কি পারবেন?

হ্যা ফটোশপ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন।

২.ফটোশপ একশন বলতে কি বুঝায়?

ফটোশপ একশনেরই একটি ডিফল্ট কমান্ড হচ্ছে ফটোশপ একশন। যার সাহায্যে ২ ঘন্টার কাজ ১ ক্লিকেই করে ফেলা যায় চোখের নিমিষেই। এটি মূলত ফটোশপের বিভিন্ন কমান্ডকে প্রয়োগের মাধ্যমে ২বা ৩ ঘন্টা সময় নিয়ে
১টি একশন তৈরি করা যা পরবর্তীতে উপযুক্ত স্থানে কেবল ১ ক্লিকের কাজ। ফলাফল ২ ঘণ্টার কাজ চোখের পলকে।
  

এর সম্পর্কে একটি টিউটোরিয়াল্টি দেখতে চাইলে নিম্নের লিংটির উপর ক্লিক করুন করুন।


আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.