অদ্ভুতুড়ে 3:18 AM

Latest Folder Lock 7.2.6(Crack সহ)দিয়ে Lock করুন নিজের Personal Folder-কে।

 Folder Lock download
 Folder Lock download

 

আমরা অনেকে আমাদের কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ বা ডাটা ব্যবহার করি যা Personal Folder-এ জমা রাখি আর এই কারণেই প্রয়োজন পরে এই Folder-এর নিরাপত্তা প্রদানের। কারণ অনেক সময়ই আমরা আমাদের কম্পিউটারকে আমাদের রুমমেট কিংবা Family-এর অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করতে হয় আর তাই কোন কারণে যেকোন Folder-টি কম্পিউটার হতে মুছে না যায় তাই আজকে আমি আপনাদের জন্য Latest Folder Lock 7.2.6 Crack ফাইলসহ নিয়ে এসেছি। খব্রটি শুনে নিশ্চয়ই ভালো লেগেছে। নিম্নে এটির ডাউনলোড লিংক ও এর Crack File-টির লিংক দিয়ে দিলাম।

Setup file ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Crack file-টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

ডাউনলোড করার পর যা করতে হবেঃ-

১. পিসিতে Winrar ইন্সটল করা থাকলে তা দিয়ে ওপেন করুন আর যদি না থাকে তাহলে প্রথমে Winrar ডাউনলোড করতে হবে।

২.Setup file-টির উপর ডাবল ক্লিক করে ইন্সটল করে নিন।

৩.একইভাবে Crack file-টিকে ওপেন করতে হবে।

৪. একইভাবে Crack file-টিকেও ডাবল ক্লিকের মাধ্যমে ইন্সটল করে নিন।

পোস্টটি পড়ে উপকৃত হবেন বলে আশা করছি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.