Home
জানা অজানা
আসুন জানি কিভাবে Dropbox(ফাইল হোস্টিং সাইট)-এ সাইট পাবলিশ করা যায়, জানা অজানা।
Dropbox-এ সাইট পাবলিশ করার কিছু সহজ টিপস।
 |
| Dropbox |
যেকোন প্রয়োজনীয় ফাইল শেয়ার, রাখা কিংবা সাইট পাবলিশ করার জন্য সবচেয়ে উত্তম সাইট হলো Dropbox। এতে কাজ করা খুবজ সহজ এবং এটি একদমই ফ্রি। ফ্রিতে অবশ্য ২-১৭-এর বেশি ব্যবহার করা যায় না। সাধারণ মানুষের জন্য এতটুকুই যথেষ্ট। এর বেশী লাগলে আপগ্রেড করতে হবে।
কিভাবে Dropbox-কে ব্যবহার করা যায় তা জানি।
১. প্রথমে Dropbox-এ Sign Up বাটনে ক্লিক করতে হবে।
২. Sign Up-এ ফর্ম পূরণের পর "Create Account" এ ক্লিক করতে হবে।
৩.এরপর Auto Dropbox-এর সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে যদি তা না হয় তাহলে “Restart the download” এ ক্লিক করতে হবে।
৪. এরপর Dropbox সফটওয়্যারকে Install করতে হবে। ইমেইলে গিয়ে Dropbox-এর একাউন্টকে Verify করতে হবে এবং এবং পুনরায় log in করতে হবে।
৫. এখন এখানে নানা Condition দেখা যাবে, ফাইল আপলোড করার অপশন থাকবে কিন্তু ফাইল শেয়ার করার লিংক পাওয়া যাবে না।
৬. এখন সাইটটিকে পাবলিশ করার ক্ষেত্রে পাবলিশ অপশনটি লাগবে।নিম্নে লিংটিতে ক্লিক করলেই দেখা যাবেঃ-
https://www.dropbox.com/enable_public_folder
৭. এইখান হতে পাবলিক ফোল্ডার Add করার পর নিজের Account-এ যেতে হবে। সেখানে পাবলিক অপশনটি দেখা যাবে। যদি দেখা যায় তাহলেই Dropbox উক্ত সাইটটি
পাবলিশ করার জন্য প্রস্তুত
৮. এখন Dropbox সফটওয়্যারে যেতে হবে এবং যেটা চতুর্থ ধাপে Install করা হয়েছিল। সাধারণত C:\users\pc\dropbox এই লিঙ্কে Dropbox থাকে।
৯. যে ফোল্ডারকে শেয়ার করতে ইচ্ছুক সেই ফোল্ডারকে পাবলিক অপশনে এড করতে হবে। ফাইল Upload করার পর নিজের Dropbox অ্যাকাউন্টে যেতে হবে। এবার পাবলিক ফোল্ডারে
ক্লিক করতে হবে। সেখানে নিজের আপলোডকৃত ফোল্ডারটিকে দেখতে পারবে, উক্ত ফোল্ডারটিকেও ওপেন করতে হবে।
১০. HTML ফাইলের উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। সেখানে ড্রপ ডাউন মেন্যু থেকে “Copy Public Link” এ ক্লিক করতে হবে।
১১. “Copy Public Link” এ ক্লিক করার পর নিজের সাইটের লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্কটি কপি করে ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন, বা যেখানে ইচ্ছা সেখানে শেয়ার/পোস্ট করা যাবে।
আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।
Post a Comment