অদ্ভুতুড়ে 12:33 AM

২০ শতকে সবছেয়ে বেশি উন্নয়ন হয়েছে কম্পিউটার, যোগাযোগ ও ইন্টারনেটের। বিশেষ করে কম্পিউটারের আক্রিতি দিন দিন ছোট করা হচ্ছে। ১৯৭০ সালের দিকে একটি কম্পিউটার ছিল ১টি টেনিস কোর্ট এর আকৃতির। বিজ্ঞানীরা মাস্টার কী মাধ্যমে উপাদান পৃথক করে এর আকার ছোট করার মহান পদক্ষেপ গ্রহণ করেছে।



DNA এর গঠন ভিত্তিক তৈরি হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। এই বৈদ্যুতিক সার্কিট এর মাধ্যমে দেখা সংরক্ষণ করা যাবে দশ মিলিয়ন বা এক কোটি ঘনটার সমপরিমাণ হাই ডেফিনেশন ভিডিও। আর অবাক করার মত ঘটনা হচ্ছে এই বৈদ্যুতিক সার্কিট টি ছত্ত একটি কফি কাপের সমান। 
এই আবিষ্কারের কম্পিউটার গতি বৃদ্ধি, বিজ্ঞানীরা দীর্ঘ ট্রানজিস্টর মধ্যে দূরত্ব হ্রাস করে মাইক্রো ইলেকট্রনিক্স সীমানা বৃদ্ধি করতে সক্ষম।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Danny Porath এর নেতৃত্বে একটি আন্তর্জাতিক গ্রুপ, চারটি DNA strands ভিত্ততে গঠিত দীর্ঘ অণুর মাধ্যমে বিদ্যুত প্রবাহ পুনরায় উৎপাদন ও পরিমাণগত পরিমাপ প্রোগ্রামযোগ্য সার্কিট উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। 
নেচার জার্নালে ন্যানোটেকনোলোজিতে “Long-range charge transport in single G-quadruplex DNA molecules” শিরোনাম প্রকাশিত হয়।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.