শূন্য থেকে ঝাঁপ দিয়ে নতুন রেকর্ড গড়লেন গুগলে ভাইস প্র্রেসিডেন্ট হিসেবে কর্মরত এক ব্যক্তি । এক লাখ ৩৫ হাজার ৮৯০ ফুট উচ্চতা থেকে প্যারাস্যুট নিয়ে অ্যালান ইউসটেস নামে ঐ কর্মকর্তা ঝাঁপ দেন । এর আগে তিনি ২০১২ সালে অস্ট্রিয়ান ফেলিক্স বাউমগার্টনার ১ লাখ ২৮ হাজার উচ্চতা থেকে লাফ দিয়ে রেকর্ড গড়েছিলেন। নিউ ম্যাক্সিকোর ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) উচ্চতায় ওঠেন এউটেস একটি বড় আকৃতির হিলিয়াম বেলুনে করে৫৭ বছর বয়সী ইউসটেস। একটি বিশেষ ধরণের স্পেস স্যুট পড়ে বেলুন থেকে লাফ দেন ৫৭ বছর বয়সী ইউসটেস। ঘণ্টায় এক হাজার ৩০০ কিলোমিটারের বেশি গতি ছিল তার ভূপৃষ্ঠের দিকে নেমে আসার সময়। তিনি শব্দের গতিতে নিচে নামতে থাকেন একটি ছোট সনিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে ।  |
| শূন্য থেকে ঝাঁপ দিয়ে নতুন রেকর্ড গড়লেন গুগলে ভাইস প্র্রেসিডেন্ট |
ওয়ার্ল্ড এয়ার স্টোর্স ফেডারেশন (এফএআই)শুক্রবার স্থানীয় সময় নয়টা নয় মিনিটে স্ট্যাটোস্ফিয়ারের কাছ থেকে ইউসটেস লাফ বলে জানিয়েছে । প্যারাগন স্পেস ডেভেলপমেন্ট কর্পোরশেন নেতৃত্ব দিচ্ছে এই অভিযানে । এক লাখ ফুট (৩০ হাজার ৪৮০ মিটার) উপরে স্ট্রটোসস্ফিয়ারের সম্ভাব্যতা আবিষ্কার করা তাদের উদ্দেশ্য । উল্লফন গতিতে ঘণ্টায় এক হজার ৩২১ কিলোমটির গতি ছিল ইউসটেসের। তিনি এক লাখ ২৩ হাজার ৪১৪ ফুট পর্যন্ত প্যারাস্যুট ছাড়াই নামেন যেখানে তার চার মিনিট ২৭ সেকেন্ড সময় লেগেছে। তিনি তার লক্ষ্যস্থানে রওনা দেন নিউ ম্যাক্সিকোর রোজওয়েল থেকে সাতটার সময় বেলুনে করে, তিনি সেখানে পৌঁছান দুই ঘণ্টা সাত মিনিট পর। গুগলের এই কর্মকর্তা একজন অভিজ্ঞ পাইলট ও প্যারুস্যুটিস্ট। এই অভিযানের পরিকল্পনা কয়েক বছর ধরে তিনি করছিলেন  |
| শূন্য থেকে ঝাঁপ দিয়ে নতুন রেকর্ড গড়লেন গুগলে ভাইস প্র্রেসিডেন্ট |
Post a Comment