অদ্ভুতুড়ে 9:04 PM

গণজাগরণ মঞ্চের মুখপাত্র এবং একভাগের প্রধান ইমরান এইচ সরকারের ফেসবুক একাউন্ট ডিঅ্যাকটিভ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে প্রফাইলের আওতায় কোনো পেইজে পোস্ট ও ম্যাসেজ সহ সকল ধরনের করতে পারছে না ইমরান এইচ সরকার। ( শাহাবাগের অবাঞ্ছিত ইমরান এবার ফেসবুকও অবাঞ্ছিত! )

শাবাগের অবাঞ্ছিত ইমরান এবার ফেসবুকও অবাঞ্ছিত!
শাবাগের অবাঞ্ছিত ইমরান এবার ফেসবুকও অবাঞ্ছিত!

 

বুধবার দুপুর একটার পর থেকে ফেসবুক লগ ইন করতে পারছেন না ইমরান। এর আগে কিছুদিন পুর্বে গণজাগরণ মঞ্চ দুই ভাগে বিভক্ত হবার পর তাকে শাহাবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শাহাবাগের পর এবার তাকে ফেসবুক থেকেও বিতাড়িত করা হল।


প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কোনো ফেসবুক প্রফাইলের বিরুদ্ধে লাগাতার কমপ্লেইন করা হলে কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয় এমনটি জানিয়েছেন। আবার ওই প্রফাইল চালু করতে হলে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয় ভুক্তভোগীকে। কিন্তু ভুক্তভোগী প্রধান ইমরান এইচ সরকারের অ্যাকাউন্ট ফিরে না পাওয়ার সম্ভবনাই বেশী। কারন ফেসবুক কর্তৃপক্ষকে এসব বিষয়ে খুব বেশি নজর দিতে দেখা যায়নি।


গণজাগরণ মঞ্চের মুখপাত্র প্রধান ইমরান এইচ সরকার বলেন, “আমি যতবারই একাউন্টটিতে লগ ইন করার চেষ্টা করছি, বলা হচ্ছে একাউন্ট ইজ ডিজ্যাবল। হ্যাক নয় বরং অন্য কোনো উপায়ে একাউন্টটি ব্লক করা হয়েছে। কিন্তু কেন তা বুঝতে পারছি না...। ”

শাবাগের অবাঞ্ছিত ইমরান এবার ফেসবুকও অবাঞ্ছিত!
শাবাগের অবাঞ্ছিত ইমরান এবার ফেসবুকও অবাঞ্ছিত!

ইমরান এইচ সরকার আরও বলেন, “হ্যাক করা হলে বা পাসওয়ার্ড পরিবর্তন করে এটিকে ডিএকটিভেট করে দেয়া হলে আমি মেইলের মাধ্যমে জানতে পারতাম। বা আমাকে ফেসবুক থেকে মেইল চেক করতে বলা হতো। কিন্তু এক্ষেত্রে এসবের কিছুই হচ্ছে না। এইটা সরাসরি ফেসবুক কর্তৃপক্ষই বন্ধ করেছে...। ”


যদিও ইমরান আরও বলেন, “আমাদের চলমান আন্দোলনের বিভিন্ন ঘোষণাসহ গণজাগরণ মঞ্চের অফিসিয়াল ফেসবুক একাউন্টসহ বেশ কয়েকটি পেজ এই একাউন্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হতো। আন্দোলনকে নষ্ট করতে এমনটা করা হচ্ছে কিনা এটি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে।”


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.