‘আগামী প্যাকেজ’ এর আওতায় সময় ও মেয়াদের শর্থ তুলে দিয়ে মাত্র ১০০ টাকায় এক জিবি ইন্টারনেট ডাটা দিচ্ছে আমাদের ফোন অপারেটর টেলিটক।
এক মাস মেয়াদের এই ডাটা প্যাকেজে ইন্টারনেটের গতি থাকবে ৫১২ কিলোবাইট পার সেকেন্ড থেকে "এক" এমবির মধ্যে। আর এই ডাটা প্যাকেজে আসতে D44 লিখে 111 নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিতে হবে টেলিটক ব্যাবহার কারিদের।
এর আগে গেলো ঈদুল-আযহা উপলক্ষে অক্টোবর মাসের দ্বিতীয়ভাগে ৯৯ টাকায় শুধু রাত দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক মাস মেয়াদী এক জিবি ডাটার অফার দিয়েছিল টেলিটক বাংলাদেশ। বাংলাদেশে থ্রিজির দুই বছর পূর্তি উপলক্ষে এই অফারটি দিয়েছিল টেলিটক বাংলাদেশ।
গত সোমবার থেকে মেয়াদের পাশাপাশি সময়েরও বাধ্যবাধকতা তুলে নিয়ে নতুন অফার দিয়েছে টেলিটক এর ফেসবুক পেইজে। সেখানে বলা হয়েছে, এটিই বাংলাদেশের সর্বনিন্ম রেটের ইন্টারনেট ডাটা প্যাকেজ।
অক্টোবরে ২০১২ তে দেশে প্রথমবারের মতো থ্রিজি সেবা শুরু করে টেলিটক বাংলাদেশ। গত ১৪ অক্টোবর পূর্ণ হয়েছে বাংলাদেশে থ্রিজির দুই বছর।
Post a Comment