Home
জাতিয়
সারাদেশে ইতিহাসের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়, উদ্বেগ-উৎকণ্ঠা!
জাতীয় ডেস্কঃ গতকাল ভারত থেকে সরবরাহকৃত লাইনে ত্রুটি দেখা দেয়ায় জাতীয় গ্রিডে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সারাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। জাতীয় গ্রিডে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্যোগে পড়েছিল বাংলাদেশ। বিদ্যুতের প্রতীক্ষায় উদ্বেগ-উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত পার করছে দেশবাসী।
এরপর মেরামত কাজ চলার মধ্যেই বিকালে আবার গ্রিডে বিপর্যয় দেখা দেয়। ফলে সন্ধ্যা নামার পর থেকে অন্ধকারে ডুবে যায় রাজধানী ঢাকাসহ গোটা দেশ। এর মধ্যে সামান্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হলেও তা চাহিদার তুলনায় নগন্য।
 |
সারাদেশে ইতিহাসের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়, উদ্বেগ-উৎকণ্ঠা! |
বিদ্যুতের এমন বিপর্যয় আগে কখনো ঘটেছে বলে কেউ স্মরণ করতে পারেননি। এর আগে বিভিন্ন সময় জাতীয় গ্রিডে যান্ত্রিক বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলেও তা ছিল আংশিক। শনিবারের মতো একযোগে সারাদেশ বিদ্যুৎবিহীন হয়ে যাওয়া আগে কখনো দেখেনি দেশবাসী।
চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসহ জরুরি সেবা প্রতিষ্ঠানে দুর্ভোগ নেমে এসেছিল। কেরোসিন, ডিজেল ও মোমবাতিসহ দুর্যোগ মোকাবিলার প্রাথমিক প্রস্তুতিও ফুরিয়ে এসেছিল রাতেই।
Post a Comment