আপনি হয়তো ভাবছেন আসলে এই "স্মার্ট থ্রিডি প্যান" দিয়ে কি করে? প্রযুক্তি বিশ্বে বিজ্ঞানের অদ্ভুত আবিষ্কারে আপনি অনেক কিছুই ভাবতে পারেন। আশা করি আপনি যা ভাবছেন তার থেকে ভালো উত্তর পাবেন। আমি আপনাদের ভিন্ন দুই ধরণের স্মার্ট প্যান এর সম্পর্কে জানাব। প্রথমটি হচ্ছে N2 নামক স্মার্ট প্যান। আর দ্বিতীয়টি হচ্ছে Lix নামক থ্রিডি স্মার্ট প্যান।
N2 স্মার্ট-প্যান
এটি ট্যাবলেট পিসি ও স্মার্টফোন এর মতই এক ধরণের স্মার্ট ডিভাইস দিয়ে চালিত। ভাবছেন এটি কিভাবে কাজ করে ? এই স্মার্ট কলমটিতে Bluetooth সফটওয়্যার রয়েছে যা স্মার্ট ফোন, পসি বা ট্যাবলেট পিসি তে সংযোগ করা হয়। এই স্মার্ট কলম টি দিয়ে সাধারণ কাগজের ভিতর যা লিখবেন তাই ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত হয়ে পিসি বা স্মার্ট ফোনে প্রদর্শিত হবে। এইভাবে আপনি খুব সহজেই পিসিতে লিখতে পাড়বেন। এখন সম্ভবত আপনি ভাবছেন কেনো আপনার স্মার্ট ফোন প্রয়োজন, যেখানে আপনার ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ফোন আছে। কিন্তু আপনি এই প্যান দিয়ে খুব দ্রুত লিখতে পাড়বেন এবং খুব সহজে সুন্দর ভাবে আঁকতে পাড়বেন, যা মানুষের জন্য হয়।
Lix থ্রিডি স্মার্ট-প্যান
এই স্মার্ট কলম টি দিয়ে থ্রিডি ছবি আকাজায়। বলাজেতে পারে এই প্যান দিয়ে একটি ছবির চতুর্দিকে আঁকা যায়। যেটা একজন গ্রাফিক্স ডিজাইনার, আর্কিটেক ইঞ্জিনিয়ার এর জন্য আঁকা অনেক সহজ হয়। আমার মতে এই ডিভাইস প্রযুক্তির অন্যরকম এক আবিষ্কার।
Post a Comment