অদ্ভুতুড়ে 4:13 AM

যুক্তরাষ্ট্রের কেনটাকির বিগ অ্যাস সলিউশন নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে একটি ‘স্মার্টফ্যান’। তীব্র গরমে আপনি যখন অতিষ্ঠ, নিশ্চয়ই ঘরে ফ্যানের গতিটা আরেকটু বাড়িয়ে দিতে মন চাইবে আপনার। কিন্তু আপনার ফ্যানটি যদি স্মার্ট হয়, তবে আপনার শরীরের অবস্থা বিবেচনা করে নিজেই সব পরিবর্তন করে নিতে সক্ষম হবে।


স্মার্টফ্যানে যা আছে

 নির্মাতা এই স্মার্টফ্যানটিকে বলছেন ‘haiku ceiling fan with senseme’। এতে আছে  বিল্ট-ইন ওয়াই-ফাই, মোশন ডিটেকশন, হিট ও হিউমিডিটি সেন্সর। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ফ্যানটি নিয়ন্ত্রণ করা যায়। প্রায় এক হাজার একশ ডলার দামের এই স্মার্টফ্যান আগামী বছর নাগাদ আন্তর্জাতিক বাজারে পাওয়া যেতে পারে।


স্মার্টফ্যানের নির্মাতারা জানিয়েছে, এই সিলিং ফ্যানে যে বিশেষ ফিচারগুলো রয়েছে তা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারে। বেশি গরম থাকলে ফ্যান বেশি জোরে ঘুরবে আর আবহাওয়া ঠান্ডা হলে ফ্যান আস্তে ঘুরবে। ফ্যানে এলইডি বাতি লাগানোর সুবিধাও আছে। 

স্মার্টফ্যানের স্মার্ট প্রযুক্তিগুলো লোভনীয় হলেও এর দাম একটু বেশি। প্রযুক্তি গবেষকেরা তাদের রিভিউতে বলছেন, হাইকু ফ্যানটির কমদামি মডেল বাজারে এলে ক্রেতা বান্ধব হবে।


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.