অদ্ভুতুড়ে 2:34 AM
ফেসবুক চাচ্ছে আপনি যেনো বেশি করে ভিডিও দেখেন। যদি একটি ভিডিও আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক আপনাকে আরও ভিডিও দেখার সুযোগ করে দিবে। 
ফেসবুকে য‌োগ হচ্ছে ইউটিউবের মত রিলেটেড ভিডিও ফিচার

সোস্যাল নেটওয়ার্ক জায়ান্ট বর্তমানে নতুন "রিলেটেড ভিডিও" ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও দেখা শেষ হলে একই জাতীয় কয়েকটি জনপ্রিয় ভিডিও আপনার সামনে প্রদর্শিত হবে।
এটা অনেকটাই ইউটিউবের রিলেটেড ভিডিও ফিচারের মত। নিউজ ফিডে একবার ভিডিওটি দেখা শেষ হলে আপনার সামনে ভিডিওটি পুনরায় দেখার অপশন আসবে, অথবা আপনি চাইলে ভিন্ন একটি ভিডিও নির্বাচন করে প্লে করতে পারবেন। রিলেটেড ভিডিও'র প্রদর্শিত স্যাম্পল নির্ধারণ করবে ফেসবুক।
বর্তমানে কিছু সংখ্যক আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। ফেসবুক তাদের মাধ্যমে পরীক্ষা করছে ফিচারটি। সব ঠিক থাকলে আগামী মাসে সবার জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ফিচারটির। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.