Home
আবিষ্কার
Barbican এর মজার আবিস্কার, বৃষ্টি হবে কিন্তু ভিজবো না
"একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ ।"
বৃষ্টি নিয়ে কতশত যে গান রয়েছে তা হয়ত বা বলে কিংবা গণে শেষ করা যাবে না। মানুষের কত সাহিত্য কত ভালবাসা যে এই বৃষ্টি কে ঘিড়ে তা হয়ত বা কারই অজানা নয়। বৃষ্টি আমরা সকলেই কম বেশী ভালবাশি কিন্তু এই বৃষ্টির কারনে যখন ভিজেপুরে অফিসে যেতে হয় তা অনেকের জন্যই বিরক্তির হয়ে যায়। অনেকেই বৃষ্টি ভালোবাসা কিন্তু ভিজতে চান ঠান্ডা কিংবা অন্নান্য কিছু কারনে।
সম্প্রতি Barbican এমন একটি অদ্ভুত বৃষ্টির আবিষ্কার করেছে যা মানুষকে বৃষ্টির আনন্দ দিবে কিন্তু ভিজতে হবে না। মন খারাপ হলেই আপনিও এখন ঝুম বৃষ্টিতে যেতে পারবেন, বসে থাকতে পারবেন কিন্তু ভিজতে হবে না। অদ্ভুত এই আবিস্কার নিয়ে গার্ডিয়ান পত্রিকা একটি ভিডিও প্রতিবেদন করেছে "Barbican's Rain Room: it's raining, but you won't get wet"। নিম্নে ভিডিওটি দেওয়া হল আশা করি ভাল লাগবে।
Post a Comment