অদ্ভুতুড়ে 3:48 AM
ধেয়ে আসছে গ্রহ ধ্বংস হতে যাচ্ছে পৃথিবী আসুন বিস্তারিত জেনে নেই, অন্যান্য।

মানব সভ্যতা কি অন্তিম সময় গুনছে আসুন জেনে নেই।

পৃথিবীর বুকে অচিরেই আঘাত হানতে যাচ্ছে প্রতি সেকেন্ডে ৯ মেইল বেগে ধেয়ে আসা '১৯৫০ ডিএ' নামক এক গ্রহাণু। তাহলে কি ধ্বংস হতে যাচ্ছে মানব সভ্যতা? তবে এই মুহূর্তে দুশ্চিন্তার কারণ নেই এখনই কিংবা নিকটবর্তী ভবিষ্যতেও এটি হওয়ার সম্ভাবনা নেই। ১৬ মার্চ, ২৮৮০ সালে পৃথিবীর বুকে আছড়ে পরবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ আজ থেকে প্রায় ৮৬৬ বছর পর ঘটতে যাচ্ছে এই দুর্ঘটনাটি।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর আবাহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে যখন ২৮৮০ সালে এই গ্রহনুটি আছড়ে পরবে। এতে ভয়াবহ সুনামি দেখা যাবে। এমনকি পৃথিবীর সব প্রান্ত লন্ডভন্ড করতে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়। ৪৪ হাজার ৮০০ মেগাটনের বিস্ফোরক পদার্থ বিশেষ ক্ষমতাসম্পন্ন হবে ওই গ্রহাণুটি।
ওই সময় ঠিক কেমন ঘটবে তার কিছুটা আঁচ পাওয়া যাবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা 'আরমাগেডন'-এ।
এমন ধরণের গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভবনা ৩০০ ভাগের মধ্যে একভাগ বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবুও জিয়িয়ে রাখতে চাচ্ছেন না পৃথিবী ধ্বংস হওয়ার সামান্য এই অংশটুকুও। আর তাই আগ্রাসী এই গ্রহাণুকে ধ্বংস করতে ইতিমধ্যেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জানতে চান পেনড্রাইভ কীভাবে বুটেবল করতে হয় তাহলে লেখাটির উপর ক্লিক করুন।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.