অদ্ভুতুড়ে 3:43 AM

আমাদের চেষ্টা থাকে টিপস বিভাগে এমন কিছু কৌশল উপস্থাপন করবার, যা কিনা নিত্যদিনের কাজে আপনাদের খুব লাগে। তারই ধারাবাহিকতায় রইলো আজ দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো কাজে লেগে যাবে ভীষণ আপনারও।


ঠোঁট তার স্বাভাবিক রং হারালে অনেকখানি সৌন্দর্যহানি হয়। চা-কফি, সিগারেট ইত্যাদি অতিরিক্ত বেশি খেলে ঠোঁট হয়ে যেতে পারে কালো। আবার ক্ষতিকর কসমেটিকস, আর্দ্রতার অভাব বা রোদে পুড়ে গেলেও ঠোঁট কালো হয়। ঠোঁট কালো হয়ে গেলে কী করবেন? জেনে নিন।

সমস্যার শুরু থেকেই যদি ঠোঁটের যত্ন নেয়া যায় তাহলে ঠোঁটের রং দ্রুত ঠিক হয়ে আসে। প্রথমেই বদঅভ্যাসগুলো ছাড়ুন। একটা লেবুর অর্ধেকটা কেটে তার ওপর দুই ফোঁটা মধু ফেলে ঠোঁটে বুলান বা ম্যাসাজ করুন। এ কাজ নিয়মিত করলে ঠোঁট ফিরে পাবে আগের রং। :)

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.