এই স্পোর্টস কার নোনা জল বা লবন পানি দিয়ে চলতে সক্ষম । এই স্পোর্টস কার টি ০ থেকে ৬০ কিঃমিঃ গতিতে পৌছাতে সময় নেয় মাত্র ২.৮ সেকেন্ড । তবে এটি শুধু মাত্র ইউরোপের রাস্তায় চলার জন্য অনুমতি পেয়েছে ।
এই স্পোর্টস কার (Quant e-Sportlimousine) এর সরবচ্চ গতি হচ্ছে ১২৭ মাইল/ঘণ্টা যা McLaren P1 স্পোর্টস কার এর সমান । চারটি ইলেক্ট্রিক মোটর সংযুক্ত আছে এই স্পোর্টস কার-এ । আর এই চারটি ইলেক্ট্রিক মোটর কে চালানোর জন্য স্পোর্টস কারটি লবন জল ব্যাবহার করে । যা সত্যিকার অর্থে অভাবনীয় । এই লবন জল জ্বালানি ট্যাঙ্ক এর গা ঘেঁষে চালনা করা হয় এবং তা থেকে ইলেক্ট্রিক চার্জ উৎপন্ন হয় ।




Post a Comment