অদ্ভুতুড়ে 5:21 AM

এই স্পোর্টস কার নোনা জল বা লবন পানি দিয়ে চলতে সক্ষম । এই স্পোর্টস কার টি ০ থেকে ৬০ কিঃমিঃ গতিতে পৌছাতে সময় নেয় মাত্র ২.৮ সেকেন্ড । তবে এটি শুধু মাত্র ইউরোপের রাস্তায় চলার জন্য অনুমতি পেয়েছে ।



এই স্পোর্টস কার (Quant e-Sportlimousine) এর সরবচ্চ গতি হচ্ছে ১২৭ মাইল/ঘণ্টা  যা McLaren P1 স্পোর্টস কার এর সমান । চারটি ইলেক্ট্রিক মোটর সংযুক্ত আছে এই স্পোর্টস কার-এ । আর এই চারটি ইলেক্ট্রিক মোটর কে চালানোর জন্য স্পোর্টস কারটি লবন জল ব্যাবহার করে । যা সত্যিকার অর্থে অভাবনীয় । এই লবন জল জ্বালানি ট্যাঙ্ক এর গা ঘেঁষে চালনা করা হয় এবং তা থেকে ইলেক্ট্রিক চার্জ উৎপন্ন হয় । 
২০০ লিটার লবন জল ৩৭৩ মাইল বা ৬০০ কিঃমিঃ পথের জন্য যথেষ্ট । স্পোর্টস কারটিতে চার টি সিট আছে । এই কার টি ৫.২৫ মিঃ লম্বা এবং ২.২ মিঃ চওড়া । এর আনুমানিক দাম ধরা হয়েছে ১ মিলিওন মার্কিন ডলার এর বেশি ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.