windows 8
সেটআপ দেয়ার পর My Computer এর শর্টকাট খুশে পাচ্ছেন না সমাধানের জন্য দেখে পড়ে নিন আর্টিকেলটি।আমরা যারা উইন্ডোজ ৮ চালাই আমাদের প্রায়ই উইন্ডোজ নতুন করে সেটআপ দিতে হয়। কিন্তু সমস্যা হলো সেটআপ দেয়ার পর দেখা যায় ডেস্কটপে My Computer অপশনটি দেখাচ্ছে না। আর এই সমস্যাতি কমবেশি সবাইকেই পোহাতে হয়। তাই আজকে আমি উইন্ডোজ ৮ ব্যবহারকারীর জন্য এই সমস্যা সমাধানের জন্য নিয়ে এলাম একটি সহজ থেকেও সহজতর উপায়
প্রথমে আপনি ডেস্কটপে যেকোন খালি অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুন। এরপর Properties অপশনটি নির্বাচন করতে হবে। এরপর নিচের ছবিটির মতো একটি ছবি দেখতে পাবেন অতঃপর হলুদ মার্ক করা লিখাটি অর্থাৎ change desktop icon-এ ক্লিক করুন।
এরপর desktop icon settings নামে একটি উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে যে যে জিনিসগুলো আপনি ডেস্কটপে দেখতে চান সেগুলোর বাম দিকে টিক দিন। নিম্নে আরেকটি চিত্র দিয়ে তা দেখানো হলো।
Post a Comment