অদ্ভুতুড়ে 5:27 AM
IDM-এ ডাউনলোড হতে হতে হঠাৎ রিডাউনলোড দেখাচ্ছে আবার রিজিউম ও হছে না,সমস্যা নেই নিয়ে এলাম এর সহজ সমাধ্যান, টিপস এন্ড ট্রিকস, অন্যান্য।

রিজিউম হারিয়ে যাওয়া ফাইলগুলো আবার রিজিউম ফিরিয়ে সেই আবস্থা হতে ডাউনলোড করার সহজ উপায়।

আমরা অনেকেই অনেক সময় বড় ছোট বা মাঝারি সাইজের কিছু ফাইল ডাউনলোড দিয়ে থাকি কিন্তু দেখা যায় হঠাৎ করে ইলেক্ট্রিসিটি বা অন্য যেকোন কারনে ফাইলটি আর ডাউনলোড করা যাচ্ছে না আবার রিজিউম অপশনে ক্লিক করলেও কাজ হচ্ছে এতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তাই আজকে আমি আপনাদের এই সমস্যার এক সহজ হতেও সহজতার সমাধান নিয়ে এলাম। শুধু কষ্ট করে এই আর্টিকেলটি পরবেন কারণ আমার এই আর্টিকেলটিতো শুধো আপনাদেরই জন্যে।

যে ফাইলটি ডাউনলোড হচ্ছে না সে ফাইলটির আগে মূল ডাউনলোড সাইটে গিয়ে ডাউনলোড অপশনের উপর ডান বাটন ক্লিক করে ডাউনলোড লিংকটি কপি করে নিতে হবে। এরপর IDM-এ গিয়ে ডাউনলোড না হওয়া ফাইলটির উপর মাউসের ডান বাটন ক্লিক করলে একটি বক্স আসবে এই বক্সটির নিচের দিকে properties অপশনে ক্লিক করতে হবে যা নিম্নে একটি চিত্রের মাধ্যমে দেখানো হলো।





এরপর properties অপশনটি ক্লিক করলে File Properties নামে একটি বক্স আসবে যেখানে address বারে যা হলুদ রং-এ মার্ক করা হয়েছে সেখানে ফাইলের মূল সাইটে কপি করা ডাউনলোড লিংকটি এই বারে পেস্ট করে OK বাটনে ক্লিক করতে হবে। নিম্নে আরেকটি চিত্রের মাধ্যমে তা দেখানো হলো।




অতঃপর OK বাটন নির্বাচন করে রিজিউম অপশনটিতে ক্লিক করলেই ডাউনলোড ফাইলটি আগে যতটুকু ডাউনলোড হয়ে আটকে ছিল ঠিক পুনরায় সেখান থেকে ডাউনলোড শুরু হবে আশা করি।

আশা করি এই পোস্টটি পড়ে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.