অদ্ভুতুড়ে 5:18 AM
জিমেইল এবং ইয়াহুর ইমেইল সেবা ব্যাবহারে মোবাইল নাম্বার বাধ্যতামূলক !

ইমেইল সেবাদান কারি প্রতিষ্ঠান হিসেবে দুনিয়াব্যাপী জনপ্রিয়তম দুই সেবা ইয়াহু মেইল এবং জিমেইলে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে এখন থেকে ইয়াহু মেইল কিংবা জিমেইলে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চাইলে প্রয়োজন হবে মোবাইল নম্বরের যার মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেই কেবল আপনাকে ইমেল শেবা ব্যবহারের সুভিদা দিবে প্রতিষ্ঠান দুইটি।

সারা বিশ্বব্যাপী ইমেইলের মাধ্যমে স্প্যামিংয়ের পরিমাণ ব্যাপক ভাবে বাড়তে থাকায় একে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে । এ বিষয়ে জিমেইলের ওয়েবসাইটে এক বক্তব্যে গুগল জানিয়েছে, ‘আমাদের গ্রাহকদের বিভিন্ন অপব্যবহার থেকে রক্ষা করতে ইমেইলে লগ-ইন করার ক্ষেত্রে অনেক সময় ক্যাপচা ব্যবহার করা হয়।


তবে ফোন নম্বর ব্যবহার করে যাচাই করার সুযোগ এ ক্ষেত্রে অনেকটাই নিরাপত্তা প্রদান করে।’ এদিকে ইয়াহুর একজন মুখপাত্র বলেন, ‘গ্রাহক সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। ফোন নম্বর যাচাই করে এই বিষয়ে আমরা আরও বেশি সাফল্য দেখাতে পারব।’


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.