অদ্ভুতুড়ে 2:52 AM
online love, অনলাইনে বন্ধুত্ব, প্রেম
অনলাইনে বন্ধুত্ব, প্রেম ?

ফেসবুকের নিউজ  ফিড স্ক্রল করতে করতে হঠাৎ একটা চেহারা সামনে পড়লো, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে পরিচয় তারপর বন্ধুত্ব । কথা হচ্ছে প্রতি মুহূর্তেই । কথায় কথায় ঘনিষ্ঠতাও হল অনেক ।  মাঝে সাঝে  পরিণত হচ্ছে রাগ-অনুরাগ। তবে সব কিছুই ভার্চুয়াল, অদেখা অন্ন এক জগত । একে আপনি প্রেম বলতে পারেন, আবার সময় খাটানোর নিছক বন্ধুত্বোও  বলা যায়। এখন ভাবছেন, আরও এগিয়ে যাওয়া ঠিক হবে কি? নাকি সময় থাকতে সরে পড়াই ভালো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কয়েকটি বিষয় ভেবে নিন।

১. মনে রাখা ভালো, অনলাইনের বন্ধুটি ছেলে না মেয়ে, তা কিন্তু সামনাসামনি না দেখা পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না। সে তো শুধু দুষ্টুমি করেও বানানো পরিচয় দিতে পারে। তাই নিজের মুঠোফোন নম্বরটি দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ওকে সত্যিই মন থেকে পছন্দ করি?

২. সব কথা বা ব্যক্তিগত তথ্য তাড়াহুড়ো করে বলে ফেলবেন না। একটু রয়েসয়ে পা বাড়ানোই ভালো।

৩. অনলাইনে যা বলবেন, তা যেন অসত্য না হয়। যেমন: আপনি কবিতা লিখতে পারেন না, বললেন আপনার কাব্যগুণের কথা। গান গাইতে না পারলেও গর্ব করে বললেন আপনার মধুর কণ্ঠের কথা! না, এ রকম চলবে না। অসত্যের ওপর কখনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না।

৪. প্রথম দেখা যতটা সম্ভব সংক্ষিপ্ত করুন। একটু সময় নিন। ওকে বুঝতে এবং একই সঙ্গে ওর কাছে আপনাকে সুন্দরভাবে প্রকাশ করতে হলে সময়ের বড় প্রয়োজন।

৫. প্রথম যেদিন সরাসরি দেখা হবে, আপনার খুব কাছের বন্ধুকে জানিয়ে যাবেন। পরামর্শ নেবেন।

মনে রাখা ভাল, অনলাইনে সম্পর্ক শুধু সময় কাটানোর জন্যও হতে পারে। আবার এখান থেকে গভীর প্রেম, বিয়ে, সুখী সংসার পর্যন্ত হতে পারে। তাই ভেবে বুঝে চুটিয়ে অনলাইন প্রেম করুন, রোমান্স করুন, ভালো লাগলে ভালোবাসুন, না হলে না! দেবদাস হয়ে যান।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.