![]() |
| জেটপ্যাক কিনতে যাচ্ছে গুগল ! |
এই শম্পকে গুগলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। এমনকি নির্মাতারা কত টাকায় গুগলের কাছে জেটপ্যাক বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এখন পর্যন্ত ।
জেটপ্যাকের ওবেবসাইটের একটি বিবৃতিতে জানানো হয়, এই প্রতিষ্ঠানটি খুব শিগগিরই তাদের অ্যাপসগুলো অ্যাপস্টোর থেকে সরিয়ে ফেলবে। তবে চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত অ্যাপটির ব্যবহারকারী জেটপ্যাকের সবো পাবে। এর পর থেকেই এটি গুগলের মালিকানায় চলে যাবে। সানফ্রান্সিকো ভিত্তিক কোম্পানি জেটপ্যাক, সিটি গাইড মোবাইল অ্যাপ বানিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।
উল্লেখ্য, জেটপ্যাক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি ব্যবহার করে সিটি গাই তথা শহরের বিভিন্ন স্থান, স্থাপনা, রাস্তাঘাট সহ আরো অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে।
চলতি বছরের গুগল স্মার্ট তাপস্থাপক ও ধুমপান এ্যালার্ম অ্যাপ নির্মাতা নেস্ট ল্যাবকেও কিনে নিয়েছিলো। নেস্ট ল্যাব কিনতে গুগল ব্যয় করে ৩.২ বিলিয়ন ডলার যা গুগলের ইতিহাসে সবচেয়ে বড় অংকের খরচ ছিলো।

Post a Comment