অদ্ভুতুড়ে 3:15 AM

মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ এর প্রিভিউ সেপ্টেম্বরের ৩০ তারিখ উন্মুক্ত করা হতে পারে। নতুন একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।



মাইক্রোসফটের সাথে সম্পৃক্ত এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত একটি সূত্র থেকে এমনটাই জানানো হয়েছে। তবে সেখানে এটাও বলা হয়েছে, এই তারিখ পরীক্ষামূলক এবং এটি পরিবর্তন করা হতেও পারে।

গত সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, আগামী মাসের শেষের দিকে কিংবা অক্টোবরে এটি ছাড়া হতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করে দেখতে পারবেন।

এতে বেশ কিছু উন্নত ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মিনি স্টার্ট মেন্যু, মেট্রো স্টাইল অ্যাপ্লিকেশনের জন্য আলাদা উইন্ডো। জানা গেছে, সেপ্টেম্বরের ৩০ তারিখে অনুষ্ঠেয় ইভেন্টে এসব কিছু প্রদর্শন করা হতে পারে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.