অদ্ভুতুড়ে 2:00 AM
বাংলাদেশের বাজারে এসেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান কম্পিউটার। এইচপি স্লেট ২১-কে১০০ মডেলের এই অল-ইন-ওয়ান কম্পিউটারটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবের পর দেশের অ্যান্ড্রয়েড প্রেমীদের জন্য এবার অ্যান্ড্রয়েড কম্পিউটারকে নতুন আকর্ষণ বলা যেতে পারে।

এইচপি ব্র্যান্ডের এই কম্পিউটারটিতে রয়েছে এনভিডিয়া টেগরা কোয়াড কোর ১.৬৬ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর-থ্রি র‌্যাম, ৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরি, ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে প্রভৃতি ফিচার। প্রয়োজনীয় কাজ ছাড়াও পিসিটিতে অ্যান্ড্রয়েডনির্ভর গেম খেলার বিশেষ সুবিধা পাওয়া যাবে।

৩২ হাজার ৫০০ টাকা মূল্যের এইচপির এই অল-ইন-ওয়ান কম্পিউটারটি বাংলাদেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই কম্পিউটারটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.