অদ্ভুতুড়ে 2:18 AM

এখনি পিসির ফোল্ডারগুলো নিজের ইচ্ছে মত রাঙ্গিয়ে নিতে পারবেন । যদি নিজের পছন্দে মত পিসির প্রতিটি ফোল্ডার এর কালার  হয়  ভাবুনতো কেমন হবে?

আপনার পিসির ফোল্ডারগুলো এখন নিজের ইচ্ছে মত রাঙ্গিয়ে নিতে পারবেন!!!!


কি ভাবছেন? এটি করা কি সম্ভব!!!! অবশ্যই সম্ভব।এটি একটি চমৎকার সফটওয়ার।  যারা আগে এই সফটওয়ারটি ব্যাবহার করেননি তারা এখন ডাউনলড করে দেখুন, মজা পাবেন সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি।ভাবেছেন আপনি কিভাবে এই রকম ফোল্ডার রাঙাতে পারবেন! না চিন্তার কোন দরকার নেই।

আপনার পিসির ফোল্ডারগুলো এখন নিজের ইচ্ছে মত রাঙ্গিয়ে নিতে পারবেন!!!!

এবার যে ফোল্ডারটি আপনি কালার করতে চান সে ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করুন, দেখবেন ”Folder Highlight” নামের একটি option আছে, তারপর সেখান থেকে আপনার যে কালারটি ভাল লাগে সেটা সিলেক্ট করে নিন, ব্যাস কাজ হয়ে গেছে। এবার কেমন
দেখচ্ছে আপনার পছন্দের কালারের ফোল্ডারটি?
 

ফ্রি সফটওয়ারটি ডাউনলড করে নিন এখান নিচের ডাউনলোড লিংক থেকে….
তারপর ইন্সটল করএনিন বাকি সফ্টওয়্যার গুলরমতই।


যার যেটা  পছন্দ সেটা থেকে ডাউনলোড করে নিন………….

মিডিয়া ফায়ারঃFolder Highlight
 ওয়ানড্রাইভ.কমঃ Folder Highlight
 কপি.কমhttp:Folder Highlight
 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.