অদ্ভুতুড়ে 12:12 AM

"বাঁশের বাগান, শুধুই বাঁশের জন্য নয় বরং সুন্দর্যের জন্যও হতে পারে বাঁশ!"  জানি এই শিরোনামটা পরে খুব অবাক হচ্ছেন। বুঝতেই পারছেন না কি বুঝানো হচ্ছে, তাই তো?  

 এখানে জাপানের একটা বাঁশের বাগানের চিত্র শেয়ার করছি। যা দেখে  আপনি নিশ্চিত ভাবে অবাক হবেন। যেই বাঁশ কে আমরা গালি কিংবা বন্ধুকে বাঁশ দেওয়ার জন্য ছরি অ্যাটাক করার জন্য ব্যাবহার করি, সেই বাঁশ দিয়েই জাপানে বানান হয়েছে প্রকৃতি ঘেড়া স্বপ্নের মত এই বাঁশের পথটি।  জাপানের বাঁশের রাস্তা শুধু সুন্দরি নয় বরং বিশ্বের নামি দামি ১০০টা সুন্দর স্থানের একটিও বটে।

 

যাক আর কথা না বাড়িয়ে চলুন বাঁশের বাগান  থেকে ঘুড়ে আসিঃ 

 






Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.