মানুষের ঘাণেন্দ্রীয় এক লাখ কোটি আলাদা ঘ্রাণ শনাক্ত করতে পারে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাঁদের গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন।
কয়েক দশক ধরে বিজ্ঞানীরা বলে আসছিলেন, মানুষ মাত্র ১০ হাজার ঘ্রাণ আলাদাভাবে শনাক্ত করতে পারে, যা তাদের শ্রবণক্ষমতা ও দৃষ্টিশক্তির চেয়ে অনেক কম।
![]() |
এক লাখ কোটি ঘ্রাণ শনাক্ত করতে পারে মানুষ! |
আজ বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গবেষণায় আরও বেরিয়ে আসে, মানুষের দৃষ্টিশক্তির আওতাধীন তিনটি রেসিপটর (কোষের ভেতর রাসায়নিক সংকেতগ্রাহী কণিকা) কয়েক মিলিয়ন রং আলাদাভাবে শনাক্ত করতে পারে। মানুষের শ্রবণক্ষমতা নিরূপণ করতে পারে তিন লাখ ৪০ হাজার শব্দের পার্থক্য।
গবেষক দলের একজন রকফেলার বিশ্ববিদ্যালয়ের নিউরোজেনেটিকস ও আচরণবিষয়ক গবেষণাগারের প্রধান লেসলি ভোশাল বলেন, ‘আমাদের বিশ্লেষণে দেখা গেছে যে আগের অনুমিত ধারণার চেয়ে বহু গুণ বেশি ঘ্রাণ আলাদাভাবে শনাক্ত করার ক্ষমতা মানুষের রয়েছে। আমাদের গবেষণায় এটা বেরিয়ে এসেছে।’ তিনি জানান, মানুষের শ্রবণক্ষমতা ও দৃষ্টিশক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হলেও গন্ধ শোঁকার বিষয়ে এর আগে সে রকম পরীক্ষা কখনো চালানো হয়নি।

Post a Comment