অদ্ভুতুড়ে 10:59 PM
আসুন এক নজরে একটি মজার গল্প পড়ি, আবিষ্কার।

মানুষের মতোই আচরণ করছে রোবট আসুন একনজরে পড়ে ফেলি এই আর্টিকেলটি।

আজকে আমি আপনাদের একটি ব্যতিক্রমধরমি খবর বলবো যা শুনে আপনাদের ভালো লাগবে। তা হলো কানাডার দুই ইউনিভার্সিটি অধ্যাপক একজন রেয়াবসন ইউনিভার্সিটির ড.ফ্রাউকে জেলার আরেকজন ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ড.ডেভিড হ্যারিস উপরিউক্ত ছবিতে দুইজনের মাঝে যে রোবটটি দেখছেন সেটা এই দুইজনেরই বানানো রোবট। মানুষের সঙ্গে সাবোলিলভাবে কথা বলতে পারে এই এলইডি বাতি জ্বলা হাসিমুখের এ রোবটটি। তারা এই রোবটটির নাম দিয়েছেন হিচবট। তারা হিচবটকে কানাডার বিভিন্ন জায়গায় ঘুরতে পাঠিয়েছিলেন এই উদ্দেশ্যে যে, রোবটের সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন হয় তা জানতে। ২১ আগস্ট দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তা পারি দিয়ে কলাম্বিয়ার ভিক্টোরিয়ায় এক আর্ট গ্যালারিতে দুই নির্মাতার সঙ্গে দেখা করে হিচবট তার ভ্রমন শেষ করে।


আশা করি এই আর্টিকেলটি পড়ে অনেক আনন্দ পেয়েছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.