আসুন খুব সহজেই আমাদের ইংরেজি গ্রামারকে উন্নত করি।
ইংরেজি দুর্বলতার কারনে অনেকেই অনলাইনে ব্লগিং করা আর্টিকেল লিখা বা ফ্লিল্যান্সিং এ ক্ষেত্রে কাভার লেটার লিখতে চরম সমস্যার সম্মুখীন হতে হয় । এতে অনেকে নার্ভাসে পড়ে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে পরবর্তীতে কাজই ছেড়ে দেয়। তাই আজ আমি আপনাদের জন্য এমন এক সফটওয়্যার নিয়ে এলাম যা আপনাদের ব্লগে বা আর্টিকেলে কোন গ্রামাটিকেল ভুল থাকলে তা এই সফটওয়্যাটি অটো কারেক্ট করে দিবে।
হ্যা অবাক হওয়ার কিছুই নেই এমনি একটি সফটওয়্যার নিয়ে এসেছি একান্ত আপনাদেরই জন্যে। নিম্নে দেয়া ডাউনলোড লিংক হতে এই সফটওয়্যারটি নামিয়ে নিতে পারবেন। সফটওয়্যারটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন যেন।
লিংটি এখানে p

Post a Comment