কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। উইন্ডোজে রয়েছে অসংখ্য ফিচার। এছাড়াও কোন কাজ সহজে করতে এতে রয়েছে বেশ কিছু কীবোর্ড শর্টকাট।
প্রযুক্তির পাঠকদের জন্য আজ এমনই কিছু কীবোর্ড শর্টকাট তুলে ধরা হল যা আপনাদের উইন্ডোজ ব্যবহার আরও সহজ করে দেবে।
Alt + P
উইন্ডোজ এক্সপ্লোরারে নির্বাচিত ফাইলের প্রিভিউ মুড চালু করবে এই শর্টকাট। হতে পারে সেটি কোন ছবি, মিউজিক কিংবা ভিডিও। তবে ইমেজ দেখার জন্য এটি বেশ কাজের।
Windows + Up and Windows + Down
এটি বেশ মজার একটি শর্টকাট। Windows + Up একসাথে প্রেস করলে মিনিমাইজ করা উইন্ডো ম্যাক্সিমাইজড হবে। আর Windows + Down ম্যাক্সিমাইজড উইন্ডোকে মিনিমাইজ করবে।
Windows + + and Windows + -
এই শর্টকাট ব্যবহার করে ম্যাগনিফায়ার চালু করা যাবে, যার সাহায্যে উইন্ডোতে থাকা কোন কিছু ছোট বড় করে দেখা যাবে।
Windows + Left and Windows + Right
আপনার যে কোন ওপেন উইন্ডোকে স্ক্রিনের আকারে অর্ধেক করতে ব্যবহার করা যাবে এই দুটি শর্টকাট। Windows + Left একসাথে চাপলে অ্যাক্টিভ উইন্ডো বামদিকে অর্ধেক হবে আর Windows + Right চাপলে ডানদিকে।
Windows + T
আপনার টাস্কবারে ওপেন করা উইন্ডোগুলোর থাম্বনেইল দেখতে ব্যবহার করতে পারেন এই শর্টকাটটি।
Windows + E
এই শর্টকাটের মাধ্যমে একটি নতুন এক্সপ্লোরার উইন্ডো ওপেন হবে।
Windows + [Number]
আপনি যদি টাস্কবারে একই সাথে অনেকগুলো উইন্ডো পিন কিংবা ওপেন করে রাখেন, তাহলে এই শর্টকাট ব্যবহার করতে পারেন। ধরুন, আপনার টাস্কবারে প্রথমেই আছে ক্রোম ব্রাউজার। তাহলে আপনি যদি Windows + 1 একসাথে প্রেস করেন, তাহলে ক্রোম ব্রাউজার ওপেন হবে। তবে মনে রাখতে হবে, ডানদিকে থাকা নাম্বারপ্যাড ব্যবহার না করে কীবোর্ডের উপরে থাকা নাম্বার কী ব্যবহার করতে হবে।
Post a Comment