আইটি বিশ্বে এই প্রথম ৮ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার হার্ডড্রাইভ/হার্ডডিস্ক উন্মোচন করেছে ডাটা স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান সিগেট । যা এ যাবত্কালের মধ্যে বাজারে বিদ্যমান সিঙ্গেল হার্ডডিস্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি তথ্য ধারণে সক্ষম। সম্প্রতি সিগেটের পক্ষ থেকে ড্রাইভটি উন্মোচনের বিষয়ে নিশ্চিত করা হয়। খবর ম্যাশেবল।
প্রযুক্তিবিষয়ক সংবাদ মাধ্যম ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গার অভাব এখন একটি বড় সমস্যা। ফলে অনেকেই এখন ক্লাউড স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তথ্য সংরক্ষণ করছেন। তবে এরই মধ্যে প্রমাণ হয়েছে ক্লাউড স্টোরও তথ্য সংরক্ষণে নিরাপদ নয়। আর এ সমস্যা থেকে বেরিয়ে আসতে সিগেটের আট টেরাবাইট তথ্য ধারণক্ষমতার হার্ডড্রাইভটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করা হয় ম্যাশেবলের প্রতিবেদনে।

Post a Comment