অদ্ভুতুড়ে 1:31 AM

ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটে এ কথা বহুল প্রচলিত একটি শব্দ। সে কথাটি আবারো প্রমাণিত হলো। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টেনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে। 



ফিল্ডারদের দুষলেন মাশরাফি

সেই সঙ্গে এই ম্যাচে বেশকিছু ছোটো খাটো ভুলও করেছে। এসব ক্যাচ মিস এবং ভুলগুলো যদি এড়ানো যেতো, তাহলে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারতো বলে মনে করছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বেঙ্গালুরুতে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে। পরে রান তাড়া করতে গিয়ে ম্যচের ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে ফেরানোর সুযোগ কাজে লাগাতে পারেনি মাশরাফিরা। এমনকি ম্যাচের অষ্টাদশ ওভারে সাকিবের বলে জন হেস্টিংসকে জীবন দেন আল আমিন হোসেন। এছাড়াও সোমবারের ম্যাচে নিজেদের মান অনুযায়ী ফিল্ডিং করতে পারেনি টাইগাররা।
পরে খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দুই-তিনটা জায়গায় আমাদের ব্যাটসম্যান-বোলাররা ভালো করেনি। সেগুলো যদি আমরা ভালো করতে পারতাম, তাহলে হয়তো বা ম্যাচটা আমাদের দিকেও আসতে পারতো।’


ফিল্ডারদের দুষলেন মাশরাফি

মাশরাফি বলেন, ‘টি২০ ম্যাচের প্রথম ছয় ওভার খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা আগে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত দুটি উইকেট হারিয়ে চাপে পড়ি। যদিও পরে মাহমুদুল্লাহ ও সাকিবের ব্যাটিংয়ে লড়াই করার মতো রান পায়। কিন্তু পরে আমাদের প্রথম ছয় ওভারের বোলিংটা ততোটা ভালো হয়নি। তাই ম্যাচ থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়ি।’ 
এছাড়া নিজের সিদ্ধান্তেও ছোট ছোট কিছু ভুল ছিল বলে স্বীকার করেছেন ক্যাপ্টেন মাশরাফি। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার কথা যদি বলি, ছোট ছোট কিছু ভুল ছিল। সেটা আমারও হতে পারে।’

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.