অদ্ভুতুড়ে 3:26 AM

তাঁকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ঢালিউডে। একটি ছবিতে তাঁর বিকিনি পরা দৃশ্য এবং শয্যাদৃশ্যতে আপত্তি জানিয়েছে ঢালিউড। জেনে নিন কে এই শ্রদ্ধা দাস।






মহারাষ্ট্রের বাঙালি পরিবারে তাঁর জন্ম। ছেলেবেলা কেটেছে সেখানেই।
জন্ম ১৯৮৭ সালের ৪ মার্চ।
মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় তিনি স্নাতক হন।
২০০৮ সালে তেলুগু ছবিতে তাঁর কেরিয়ার শুরু।
পরে তিনি তেলুগু ছবি ছাড়াও বলিউড, মালায়লম, বাংলা ছবিতে অভিনয় করেন।
তাঁর অভিনীত প্রথম বাংলা ছবি দ্য রয়াল বেঙ্গল টাইগার।
বলিউডে তাঁর প্রথম ছবি লাহৌর।
এই ফিল্মে তাঁর ভূমিকা ছিল এক পাকিস্তানি মনোবিদের। এই অভিনয়টি করে তিনি নাম করেছিলেন।
একটি বছরে আর্য, মন্ত্র এবং চন্দ্রমুখী এই তিনটি ফিল্ম পর পর করার জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘সিক্যুয়েল ক্যুইন’।
বলিউড ছবি ‘জিদ’-এর আগে সহকর্মীকে আহত করে শিরোনামে এসেছিলেন তিনি।
এই প্রথম ভারত-বাংলাদেশ যৌথপ্রযোজনার ছবিতে তিনি কাজ করেছেন।
২০১৬ সালে তাঁর হিন্দি, তেলুগু, বাংলা মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৪টি ছবি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.