অদ্ভুতুড়ে 1:07 AM

সেক্সিয়েস্ট এশীয় মহিলার তকমা আগেই পেয়েছেন। এ বার তাঁর চোখও সেক্সিয়েস্ট হিসেবেই বিবেচিত হল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। শরীরী আবেদনের পর তাঁর চোখের জাদুতে মজেছে ‘ভিক্টোরিয়াজ সিক্রেট’। চলতি বছর এই লঁজারি ব্র্যান্ডের ‘সেক্সিয়েস্ট আইজ’-এর শিরোপা জিতেছেন পিগি চপস। তাঁর অভিনীত ‘কোয়ান্টিকো’ জিতেছে ‘দ্য সেক্সিয়েস্ট টিভি কাস্ট’-এর সম্মান।

প্রিয়ঙ্কার চোখ ‘সেক্সিয়েস্ট’? আপনি একমত?

টুইটারে এই খবরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছন নায়িকা। অন্য বিজেতাদের মধ্যে রয়েছেন টেলর সুইফ্ট, সেলেনা গোমেজ, অ্যালিসিয়া ভিকেন্ডার প্রমুখ। এক দিকে ‘কোয়ান্টিকো’-র তুমুল সাফল্য, অন্যদিকে ‘বেওয়াচ’-এ অভিনয় সব মিলিয়ে সময়টা বেশ ভালই যাচ্ছে প্রিয়ঙ্কার। তার ওপর ‘সেক্সিয়েস্ট আইজ’এর খেতাব তাঁর মুকুটে নতুন এক পালক যোগ করল।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.