বাপপী লাহেরির গান দিয়ে শেষ হলো দোহার নবাবগঞ্জ কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্টানের দ্বিতীয় অংশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনঃ আসাদুজ্জামান খান, এমপি মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণলয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি ছিলেনঃ আব্দুল মান্নান খান, সবেক প্রিতিমন্ত্রী, গৃহায়ান অ গণপূর্ত মন্ত্রণালয় দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামি লীগ আব্দুল মান্নান, সাবেক প্রতিমন্ত্রী, বিমান অ পর্যটন মন্ত্রনালয় আবু মো সুবিদ আলী টিপু, সংসদ সদস্য সাবিনা ইয়াস্মিন তুহিন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক জনাব পনিরুজ্জামান তরুন, সংসদ সদস্য বোরহান উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য ডঃ আবু মোঃ দেলোয়ার হোসেন, প্রোভস্ট, জহিরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয় মো তোফাজ্জল হোসেন জেলা প্রশাসক ঢাকা, হাসানুজ্জামান খান, প্রতিষ্টাতা সদস্য, দোহার-নবাবগঞ্জ কলেজ লাবণী ভূঁইয়া, সিনিয়র রিপর্টার, এশিয়ান টিভি অনুষ্টানে সভাপতিত্ব করনে জনাব, এডভোকেট মরিয়ম জালাল সিমু, মোঃজালাল উদ্দিন জালাল, আসাদুজ্জামান,সম্পাদক ২৪খবর ডটকম, এডভোকেট সালমা ইসলাম, এম পি, সভাপতি, দোহার-নবাবগঞ্জ কলেজ গভর্নিং বডি
Post a Comment