অ্যাপস ডেভেলপারস থেকে শুরু করে মোবাইল ফোনের যন্ত্রাংশ নির্মাতারা ভবিষ্যতের স্মার্টফোনকে একটি ডিজিটাল খাপবিহীন ছুরিতে পরিণত করছে। যে ছুরি মোটামোটি সবকিছুই করতে পারে।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক গবেষণা শেষে এমন একটি ডিভাইস প্রদর্শন করেছে যা স্মার্টফোনকে মাইক্রোস্কোপ বানিয়ে দিতে পারে। নতুন এই ডিভাইসের নাম নুরোগো মাইক্রো।
নুরোগো মাইক্রো আপনি সহজেই আপনার আইফোন বা স্যামসাং স্মার্টফোনের সাথে সংযুক্ত করে নিতে পারবেন। এই ডিভাইস দিয়ে আপনি ৪০০ গুণ পর্যন্ত জুম করতে পারবেন। আর সহজেই রাখতে পারবেন নিজের পকেটে। শুধু ছবি তোলা বা দেখা নয়, এই ডিভাইস দিয়ে আপনি ভিডিও চিত্রও ধারণ করতে পারবেন।
এই ডিভাইসটির ওজন মাত্র .১৪ আউন্স এবং এটি .৫ সেন্টিমিটার পাতলা। এই ডিভাইসকে পরিচালনা করতে কোন ব্যাটারি প্রয়োজন হয় না। প্লাগ অ্যান্ড প্লে। এলইডি ক্যামেরা ফ্ল্যাশকে ব্যবহার করে এই মাইক্রোস্কোপকে কাজে লাগানো যায়। যে বস্তুর ওপর মাইক্রোস্কোপ লাগানো স্মার্টফোনের ক্যামেরা ধরা হবে সেই বস্তুর ছবি মোবাইলের ডিসপ্লেতে দেখা যাবে। এবং এক্ষেত্রে মোবাইলের জুম ও ব্যবহার করা যাবে।
নুরোগো মাইক্রোর মূল্য ৩৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় ৩ হাজার ১২০ টাকা।
নুরোগো মাইক্রো আপনি সহজেই আপনার আইফোন বা স্যামসাং স্মার্টফোনের সাথে সংযুক্ত করে নিতে পারবেন। এই ডিভাইস দিয়ে আপনি ৪০০ গুণ পর্যন্ত জুম করতে পারবেন। আর সহজেই রাখতে পারবেন নিজের পকেটে। শুধু ছবি তোলা বা দেখা নয়, এই ডিভাইস দিয়ে আপনি ভিডিও চিত্রও ধারণ করতে পারবেন।
এই ডিভাইসটির ওজন মাত্র .১৪ আউন্স এবং এটি .৫ সেন্টিমিটার পাতলা। এই ডিভাইসকে পরিচালনা করতে কোন ব্যাটারি প্রয়োজন হয় না। প্লাগ অ্যান্ড প্লে। এলইডি ক্যামেরা ফ্ল্যাশকে ব্যবহার করে এই মাইক্রোস্কোপকে কাজে লাগানো যায়। যে বস্তুর ওপর মাইক্রোস্কোপ লাগানো স্মার্টফোনের ক্যামেরা ধরা হবে সেই বস্তুর ছবি মোবাইলের ডিসপ্লেতে দেখা যাবে। এবং এক্ষেত্রে মোবাইলের জুম ও ব্যবহার করা যাবে।
নুরোগো মাইক্রোর মূল্য ৩৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় ৩ হাজার ১২০ টাকা।
Post a Comment