অদ্ভুতুড়ে 11:35 PM

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মাত্র এক রানে ভারতের কাছে হেরে যাবার পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, পরাজয়ের জন্য কাউকে দায়ী করছেন না তিনি।

ভারত বাংলাদেশের গতকালকের ম্যাচটি কি আবার হচ্ছে তাহলে!

একটু ‘সেন্সিবল’ খেললেই ম্যাচটি বাংলাদেশের হতে পারত বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মাশরাফি।
বেঙ্গালুরুর চিন্নাসোয়ামী স্টেডিয়ামে টসে হেরে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিল ভারত।

জবাবে কুড়িতম ওভারের শেষ তিন বলে তিনটি উইকেট হারিয়ে হেরে যায় বাংলাদেশ।

শেষ তিন বলে যখন দুই রান দরকার, তখন পরপর তিনটি উইকেট হারানোকে দুর্ভাগ্যজনক এবং ম্যাচটিকে কঠিন এক ম্যাচ বলে উল্লেখ করেন মাশরাফি।

অন্যদিকে ভারতীয় অধিনায়ক এম এস ধোনি ম্যাচের পর সরাসরি মেনে নেন এরকম ‘প্রেশার গেম’ ভারত খুব কমই খেলেছে, এবং দলের তরুণ ক্রিকেটারদের জন্য এটা দারুণ ব্যাপার।

সুপার টেনে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের পর কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। -বিবিসি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.