অদ্ভুতুড়ে 11:30 PM

বাথরুমে গিয়েও ছাড় নেই! সেখানেও তাড়া করছে ফ্যান! আর সেখানে ভক্তের আবদার শুনে রীতিমত চমকে গিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনও। কারণ বাথরুমেই তার সঙ্গে সেলফি তোলার আবদার করে বসেন তাঁর এক ভক্ত। হ্যাঁ, এটা মানতেই হবে যে তিনি যত বড় নেতা বা অভিনেতাই হোন না কেন, ভক্তরাই তাঁর আসল অনুপ্রেরণা। 

fan-asked-amitabh-bachchan-for-a-selfie-in-the-washroom

কিন্তু তাই বলে বাথরুমেও! খুব সম্প্রতি এমনটাই ঘটেছে অমিতাভ বচ্চনের সঙ্গে। ভক্তের এ হেন পাগলামি দেখে রীতিমত থ হয়ে গেলেন তিনি। এই ঘটনা তাঁকে এতোটাই অবাক করেছে যে তিনি নিজের ব্লগে এ কথা জানিয়ে লিখেছেন, “জীবনে এ রকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হইনি। আমি তো স্তম্ভিত হয়ে গিয়েছি।” তিনি আরও লেখেন, “এক অ্যাটেন্ডেন্ট আমার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। বললাম, আপনি কি পাগল? বন্ধু, একটু তো খেয়াল করুন। এটা সেলফি চাইবার জায়গা নয়।” একেই হয়তো বলে খ্যাতির বিড়ম্বনা!

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.