শূন্য ব্যতীত নয়টি অংক রয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। বড় থেকে ছোটক্রমে সাজিয়ে ১০০ বানানোর একটা খেলার আয়োজন করতেই এই লেখা। চলুন, খেলা যাক।
প্রথমে অংকগুলোকে উল্টো ধারায় সাজিয়ে লেখা যাক। মানে, অংকগুলোকে সাজাতে হবে এভাবে : ৯৮৭৬৫৪৩২১।
এবার অংকগুলোর মধ্যে কেবল যোগ (+) আর বিয়োগ (-) চিহ্ন এমনভাবে বসাতে হবে যেন ফলাফল ১০০ হয়।
যেমন ধরা যাক, ৯ + ৮ + ৭৬ + ৫ - ৪ + ৩ + ২ + ১ = ১০০।
এরকম ঠিক কত উপায়ে আপনি ১০০ পেতে পারেন?
খেলাটা আমি জমাতে চেয়েছিলাম আমাদের দুই বন্ধুর সঙ্গে। একজন আশিক। আরেকজন নবাব। দুজনেই বিজ্ঞানের শিক্ষার্থী, পড়ছে একাদশ শ্রেণীতে। দুজনেই ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। আমি নিয়ম-কানুনসহ কী করতে হবে তা জানিয়ে আশিক আর নবাবকে মুঠোফোন থেকে এসএমএস করলাম।
উত্তরে নবাবের কাছ থেকে প্রথম এই এসএমএসটা পেলাম : ৯- ৮ + ৭৬ - ৫ + ৪ + ৩ + ২১ = ১০০।
হিসেব ঠিক আছে। উৎসাহ দিলাম, ‘সঠিক। আরো চেষ্টা কর।’
দেরিতে হলেও এসএমএস আসল আশিকের কাছ থেকে। আমি ইনবক্সে ঢুকে পড়লাম : ৯ + ৮ + ৭৬ + ৫ + ৪ - ৩ + ২ - ১ = ১০০।
একদম ঠিক। এসএমএস করলাম, ‘এই তো পেরে গেছো। এবার বাকিগুলো খুঁজো।’
এরপর নবাবের আরেকটা এসএমএস। তাতে এক সঙ্গে পাঁচটা সমাধান। আমি ইনবক্স থেকে তুলে দিচ্ছি এখানে :
৯৮ + ৭ + ৬ - ৫ - ৪ - ৩ + ২ - ১ = ১০০
৯৮ - ৭ + ৬ + ৫ + ৪ - ৩ - ২ - ১ = ১০০
৯৮ + ৭ - ৬ + ৫ - ৪ + ৩ - ২ - ১ = ১০০
৯৮ - ৭ + ৬ - ৫ + ৪ + ৩ + ২ - ১ = ১০০
৯৮ - ৭ - ৬ + ৫ + ৪ + ৩ + ২ + ১ = ১০০।
‘নিখুঁত হিসাব,’ ফিরতি এসএমএসে লিখলাম আমি, ‘চালিয়ে যাও।’
আশিক আর উত্তর দেয়নি । তবে নবাব তার সপ্তম সমাধানটা পাঠাল : ৯ - ৮ + ৭ + ৬৫ - ৪ + ৩২ - ১ = ১০০।
একটা সমাধান আমি শুরুতেই উদাহরণ হিসেবে তুলে দিয়েছি। তবে এই নয়টি ছাড়াও আরো ছয়টি সমাধান আছে। ভাবছেন, আমি এগুলো মাথা থেকে খুঁজে বের করেছি। মোটেও না।
ইন্টারনেটে ঢুকে একটা সাইটে আমি এই খেলাটা আর সবকটা সমাধান পেয়ে যাই। তাই মাথার বুদ্ধি খরচ না করে, ওখান থেকে বাকি ছয়টা উত্তর বলে দিচ্ছি। হিসাবগুলো ঠিক আছে কি না, একটু মিলিয়ে নিতে পারেন। আমি কিন্তু না মিলিয়েই লিখে দিলাম!
৯৮ + ৭ - ৬ - ৫ + ৪ + ৩ - ২ - ১ = ১০০
৯৮ + ৭ - ৬ + ৫ - ৪ - ৩ + ২ + ১ = ১০০
৯৮ - ৭ + ৬ + ৫ - ৪ + ৩ - ২ + ১ = ১০০
৯৮ - ৭ - ৬ - ৫ - ৪ + ৩ + ২১ = ১০০
৯৮ - ৭৬ + ৫৪ + ৩ + ২১ = ১০০
৯ - ৮ + ৭৬ + ৫৪ - ৩২ + ১ = ১০০।

Post a Comment