অদ্ভুতুড়ে 1:48 PM
৬২ বছরে পৌঁছে অবশেষে নিজের মডেলিং কেরিয়ারকে গুডবাই বললেন মেরি হেলভিন
১৫ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন মেরি হেলভিন। তারপর প্রায় অর্ধশতক কেটে গিয়েছে। ৬০-এর কোঠায় পৌঁছে ছেড়েছেন মদ। ৬২ বছরে পৌঁছে অবশেষে নিজের মডেলিং কেরিয়ারকে গুডবাই বললেন তিনি। 
কারণটা নিজের মুখেই বলেছেন। মেরি বলেন, 'অন্তর্বাসের বিজ্ঞাপনে নিজেকে মেলে ধরাটা অত্যন্ত পরিশ্রমের কাজ। নিজের ফিগার ধরে রাখতে আমাকে এতগুলো বছর লঠোর পরিশ্রম করতে হয়েছে।'
একে একে মা, বাবা, স্বামী ও প্রেমিককে হারিয়েছেন মেরি। তবুও নিজের কেরিয়ারের স্বার্থে দাঁতে দাঁত চেপে, সব ঝড়ঝাপটা সামলে হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। 
মেরি জানান, 'এক এক সময় মনে হয়েছে কারও কাঁধে মাথা রেখে একটু কাঁদতে পারলে মনটা হালকা হত। কিন্তু প্রফেশনের সঙ্গে কখনও বেইমানি করিনি।' 
একের পর এক বিতর্কে জড়িয়ে পরেও মডেলিংয়ের কেরিয়ারে ইতি মেরি। এখন আর শরীর আর দিচ্ছে না। তাই প্রায় ৫০ বছরের মডেলিং কেরিয়ারের শেষ ফোটোশ্যুটটি সেরে ফেললেন এক বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার হয়ে। এখন থেকে আর ক্যামেরার সামনে দেখা যাবে না মেরি হেলভিনকে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.