অদ্ভুতুড়ে 2:40 AM
ইন্ডাস্ট্রিতে নাকি টিনা আহুজার কোনও বন্ধু নেই !
গোবিন্দার মেয়ের নাকি কোনও বন্ধু নেই! তাই তো বলছেন ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’-এর নায়িকা। ইন্ডাস্ট্রিতে নাকি টিনা আহুজার কোনও বন্ধু নেই।

গোবিন্দার মেয়ে সম্প্রতি তাঁর ডেব্যু সেরে ফেলেছেন ধর্মেন্দ্র অভিনীত ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবিতে। তিনি জানাচ্ছেন ফিল্মি পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও তাঁকে খুবই সাধারণভাবে মানুষ করা হয়েছে, তাই তাঁর অভিনয় জগতে আসতেও দেরী হয়েছে। অন্যান্য ফিল্মি পরিবারের সন্তানদের মতো করে তিনি তৈরি হননি। টিনা জানাচ্ছেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার কোনও বন্ধু নেই। আমাদের বাড়িতে কখনওই সেভাবে ফিল্মি পার্টি হয়নি কোনোদিন, আসলে আমরা সেভাবে বেড়ে উঠিনি’। টিনার প্রথম ছবি তাঁর নিজের ভাষায় একটি ‘একটি বাণিজ্যিক রোম্যান্টিক সিনেমা, এতে ভালো গান আছে’। স্মীপ কঙ্গ পরিচালিত এই ছবিতে নিজের নৃত্যকুশলতার পরিচয় দেওয়ার সুযোগ পাননি বলেও আফসোস টিনার।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.