প্রথমার্ধে ব্রাজিল ভালোই খেলে। এই অর্ধেই রবিনিয়োর গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ভালো খেলার ধারাটা ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দুঙ্গার দল। ম্যাচ শেষে রবিনিয়োও তুলে ধরেন এটা।
“দুর্ভাগ্যবশত দ্বিতীয়ার্ধে আমাদের খেলাটা পড়ে গেছে।”
ব্রাজিল কোচ দুঙ্গা ব্যাখ্যা করেন দ্বিথীয়ার্ধে খেলা পড়ে যাওয়ার কারণ।
“আমরা তাদের মূল ম্যাচ-পরিকল্পনা (উঁচুতে খেলা বল) নিষ্ক্রিয় করার চেষ্টা করেছি।…আজ আমাদের গতির প্রয়োজন ছিল এবং শেষ দিকে এটারই অভাব ছিল।”



Post a Comment